নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল এগারোটায় এ উপলক্ষে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. নাছিম হোসেন।
কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ইরফান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, দৈনিক সমকালের প্রতিনিধি এম.আর মাহমুদ ও দৈনিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ।
এসময় সিনিয়র উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাস, সাংবাদিক শাহজালাল শাহেদসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
0 comments: