শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়ার বাঁশঘাটা নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙন পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।
এসময় কাউন্সিলর বেলাল উদ্দিন, ছাত্রপ্রতিনিধি এম.এইচ জিহান, শামসুল আলম সাঈদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 comments: