বৃত্তি পরীক্ষায় স্বর্ণপদকসহ চকরিয়া মাদরাসাতুস সাহাবাহ'র সাফল্য

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুস সাহাবা চকরিয়ার শিক্ষার্থীরা বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করছে। 

বৃত্তি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে একজন স্বর্ণপদকসহ বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে ২২জন বৃত্তি লাভ করে। তৎমধ্যে স্বর্ণপদক শিক্ষার্থী হলেন জাফরিন আলম রাইসা। সে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বাটাখালী গ্রামের মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোছাম্মৎ মুন্নি আক্তার দম্পতির কন্যা। অভাবনীয় এ সাফল্য মাদরসার শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা সন্তুষ্ট। 

এদিকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বেগম রোকেয়ার বৃত্তির ফলাফলে কৃতিত্বের সাথে উত্তির্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসার পক্ষে সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ও শিক্ষার্থীদের তত্বাবধানকারী সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম। একইসাথে অভিভাবকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সাফল্যের ধারাবাহিকতায় রক্ষায় সকলের কাছে দোয়া কামনা করেছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: