শিক্ষাখাতে সম্মাননা পেলেন চকরিয়ার আছ-ছফা প্রধান শিক্ষক নুরুল হান্নান

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষাখাতে অবদান রাখায় বেগম রোকেয়া সাখাওয়াত বিশেষ সম্মাননা ক্রেস্ট পেলেন চকরিয়ার রামপুরস্থ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান। 

গত ২১ সেপ্টেম্বর শনিবার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। 

এতে অতিথিবৃন্দ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নানের হাতে শিক্ষাখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এদিকে বেগম রোকেয়া সাখাওয়াত সম্মাননা পওেয়ায় আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: