নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি শিক্ষাব্যবস্থা (স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের জাতীয় কর্মসূচি ৬৪ জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে “স্মারকলিপি প্রদান” করা হয়েছে।
এ স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাসের হাতে স্মারকলিপি জমা দিয়েছে জেলার সাধারণ শিক্ষকদের প্রতিনিধিবৃন্দ। এতে নেতৃত্ব দেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কক্সবাজার জেলার সমন্বয়ক মো. আনিসুজ্জামান।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবু ছালেক আব্বাসী, জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু ইউসুফ ও মোহাম্মদ শহীদুল্লাহ, চকরিয়া বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আনিসুল ইসলাম সবুজসহ বিভিন্ন উপজেলার সমন্বয়করা।
0 comments: