খুটাখালী জামায়াতের কর্মী সম্মেলন অনুুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ার খুটাখালী ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন সোমবার (৯ সেপ্টেম্বর) সেলিম ফিউচার পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুুষ্ঠিত হয়েছে। খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা শাহাবুদ্দিন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় বড় সব দলকে পরীক্ষা করেছে দেশের জনগণ। কেউ দুর্নীতিমুক্ত থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। এখন জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। বিগত সময়ে নেতৃবৃন্দের উপর হত্যা, নির্যাতন, সংগঠনকে নিষিদ্ধ করে দমিয়ে রাখতে পারেনি জামায়াতে ইসলামীর অগ্রগতি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আগামীতে যারাই ক্ষমতায় আসবে; তাদের চরিত্র হতে হবে ফ্যাসিবাদী ও দুর্নীতিমুক্ত।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহেদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ওমর হামজা, আবু নাঈম আজাদ, ওলামা মাশায়েখ নেতা মাওলানা আবুল ফজল, জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান প্রমুখ।
এসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: