দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের এগিয়ে আসতে হবে : মাওলানা নূর আহমদ

দীর্ঘ ১৭বছর পর প্রকাশ্যে চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পৌঁছানোর তোরণ আর সামিয়ানার তলে নেতাকর্মী এবং সর্বসাধারণের উপস্থিতি যেনো “জামায়াতে ইসলামী জিন্দাবাদ” বলার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে।   

শনিবার (৩১ আগস্ট) বিকাল তিনটায় অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে একের পর এক  ষড়যন্ত্র করে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভিন্ন ইতিহাস রচনা করেছে। দেশের মানুষের কল্যাণে ও ইসলামের পক্ষে কথা বলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও আলেম ওলামাদের ওপর চরম জুলুম নির্যাতনের স্ট্রীম রোলার চালানোর হয়েছে। যার নজির অত্যন্ত ন্যাক্কারজনক। 

দেশের প্রচলিত আইনে তাদের বিচার দাবি করে তিনি বলেন, জুলুম নির্যাতনের সীমা ছাড়িয়ে যাওয়ায় ছাত্রজনতার রক্তস্নাত আন্দোলন সংগ্রামে ঠিকতে পারেনি জুলুমবাজ সরকার। স্মরণকালের ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে সেই স্বৈরাচার হাসিনাকে লজ্জাজনকভাবে ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, দেশ এখনও ষড়যন্ত্রমুক্ত নয়। স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে দেশ বিরোধী নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। জেলা আমীর নূর আহমদ আনোয়ারী বলেন, আওয়ামী লীগ মানবতার সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই আজ জনতার আদালতে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। ছাত্রজনতার গণআন্দোলনে আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আজকের কর্মীদের আদর্শিক অবস্থানের ওপর অটল থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মদ হোছাইন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান, চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি ইবরাহিম ফারুক সিদ্দিকী, ইসলামিক কালচারাল সেন্টার দুবাই বিজনেস ফোরামের অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম নান্নু, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের নেতা বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক, পেশাজীবী নেতা মাস্টার মো. শহিদুল ইসলাম, মাস্টার মোহাম্মদ জুনাইদ প্রমুখ। 

এসময় জামায়াতে ইসলামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: