“ছাত্রদের বীরত্বপূর্ণ ভূমিকাকে অগ্রাধিকার দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে”

ঈদগাঁও উপজেলা জামায়াতের কর্মী সমাবেশে মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক নতুন মোহনায় এসে উপনীত হয়েছে। মানবাধিকার, গণতন্ত্র, সামাজিক সুবিচার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কে দেশের কল্যাণে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের স্বপ্ন কে বাস্তবে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা আয়োজিত শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী‌র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরো বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে নিয়োজিত। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় জামায়াত সর্বদা অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের স্বপ্ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে সজাগ থাকতে হবে।

উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর হেলালী, জামায়াতনেতা ছৈয়দুর হক, লায়েক ইবনে ফাজিল, ছাত্রনেতা হাফিজ শাহেদ মোস্তফা, মোঃ আব্দুল্লাহ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: