নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিকলঘাট স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪আগস্ট) লক্ষ্যারচর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া আল ইয়ামিন মডেল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, বিএনপি নেতা আবু তালেব চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আল্লামা সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুুহাম্মদ ইয়াকুব। পরে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার হিসেবে তবারুক বিতরণ করা হয়।
এদিকে এরআগে আসরের নামাযের পর ছিকলঘাট স্টেশন জামে মসজিদে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওলামা মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এতে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল কবির চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আলী আহমদ, জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
0 comments: