নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরশহরে চিরিঙ্গায় ট্রাফিক শৃংখলা নিশ্চিতকরণ তথা যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে শৃংখলার দায়িত্ব পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখা।
শনিবার (১০ আগস্ট) নিসচা উপজেলা শাখার কর্মকর্তা ও সদস্যদের মাঝে টি শার্ট বিতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্যের পাশাপাশি নিসচা টিম চকরিয়া।
উপজেলা সভাপতি সোহেল মাহমুদের নেতৃত্বে সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাদা মো. সাইফুল আজম, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, নিসচা চকরিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, কর্মকর্তা মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
0 comments: