নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের শহর রক্ষাবাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে বালু উত্তোলন বন্ধ ও মাতামুহুরী নদীর পাড় অব্যাহত ভাঙ্গন রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গরমুখ স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন রব্বানীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় পুরোনো দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী।
সমাবেশে অবৈধ বালু বন্ধের জোর দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার নুরুল আলম কন্ট্রাক্টর, ভাঙ্গারমুখ নূরানী কাফেলার সভাপতি ব্যাংক কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ রাসেল, চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক আমির আলী, রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মো. রায়হান, তরুণ সমাজসেবক মুহাম্মদ হাসান মুনীরি, তরুণ সংগঠক সালমান শামিল সাকিব প্রমুখ।
এসময় কক্সবাজার দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক চকরিয়া শাখার সাবেক সভাপতি মানবিক সমাজসেবক শাহজাদা মো. সাইফুল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: