নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুর্ধ্ব-১৭ বালকদের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩জুলাই) বিকাল ৪টায় অনুষ্ঠিত খেলায় চকরিয়া পৌরসভা ফুটবল একাদশের মুখোমুখি হয় বিএমচর ফুটবল একাদশ। এতে বিএমচর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ।
খেলা শেষে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মো. মাঈন উদ্দিন মিলকি, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তীতু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আবছারসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: