নিজস্ব প্রতিবেদক :
বঙ্গমাতা শেখ ফজিতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪এর চকরিয়া উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বৃহস্পতিবার (১১জুলাই) মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বহদ্দারকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মো. আলমগীরের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: