প্রবালের এক দশক পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন ও কক্সবাজার জেলার বৃহত্তর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রবাল শিল্পী গোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে এক দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান চকরিয়া পৌরশহরের অভিজাত কনভেনশন হল সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৫জুলাই) প্রবালের পরিচালক শিল্পী মো. আবদুল গফুরের সভাপতিত্ব ও সহকারী পরিচালক মো. ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক আহমেদ তাউফিক। 

এতে বিশেষ অতিথি দেশের সুপরিচিত সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী মো. ইকবাল হাসান, প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মুসা ইবনে হোসাইন বিপ্লব ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী প্রফেসর মো. শওকত আলী। 

এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, বিশিষ্ট প্রাবন্ধিক ও ছড়াকার কবি সাদ্দাম হোসেন, নিসর্গ সাংস্কৃতিক সংসদের পরিচালক হাফেজ মুহাম্মদ জুনাইদ, চকরিয়া মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী এম আই মুকুল, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মোহাম্মদ আরফান, দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি আরফাত হোসেনসহ প্রবালের একঝাঁক শিশু-কিশোর শিল্পী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, অভিভাবক-অভিভাবিকা ও বিভিন্ন শ্রেণির পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অতিথিদের আলোচনা শেষে প্রবালের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন প্রবাল শিল্পী গোষ্ঠী ২০১৪ সালের ৩০জুন প্রতিষ্ঠা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: