চকরিয়া টাইমস :
মহান জাতীয় সংসদে সময়োপযোগী, গণমুখী ও জনবান্ধব বাজেট (২০২৪-২৫) পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৬জুন) বিকালে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব জাফর আলমের নেতৃত্বে চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স চত্বর থেকে এক বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি পৌরশহরের চিরিঙ্গা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিস্টেম কমপ্লেক্স চত্বরে সমাবেশে মিলিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
0 comments: