নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া থানার সাবেক সফল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার
(২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
চৌকস পুলিশ কর্মকর্তা ওসি রনজিত বড়ুয়া কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থানা, কক্সবাজার মডেল থানা, চকরিয়া থানা, ফেনী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এপিবিএন ঢাকাসহ সর্বশেষ ঢাকা গোয়েন্দা বিভাগে ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখিত সংশ্লিষ্ট স্টেশনগুলোতে দায়িত্বশীল অভিযানে প্রশংসার সহিত দৃশ্যমান সফলতাও লাভ করেন।
এদিকে চকরিয়া থানার সাবেক সফল ওসি রনজিত কুমার বড়ুয়া সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় চকরিয়া উপজেলার বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এসব শুভেচ্ছা বার্তায় পুলিশ কর্মকর্তা রনজিত বড়ুয়ার কর্মময় জীবনের সার্বিক সফলতা ও সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।
0 comments: