নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।
রোববার (২৩জুন) বিকেলে পৌর শহরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ছাত্রনেতা বাপ্পির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব, উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল, পৌরসভা ছাত্রলীগ নেতা ইবনুল জাওয়াদ,সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহিদ শাওন, পৌরসভা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হাবীব, ছাত্রলীগ নেতা সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় গেইটে ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বাপ্পি গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার বড়ভাই মিশকাত উদ্দিন বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে থানায় একটি এজাহার জমা দিয়েছে বলে সূত্রে জানা গেছে।
0 comments: