নিজস্ব প্রতিবেদক :
কুরবানীর ঈদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১২ ব্যাচের আয়োজনে ফুটবল উৎসব-২০২৪ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯জুন) টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএসসি-২১ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি-১৯ ব্যাচ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলার আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।
এতে বিশেষ অতিথি ছিলেন চকেউবি’র প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মাইদুল ইসলাম সোহেল ও সেন্ট্রাল কেয়ার হসপিটাল চকরিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল কায়েশ মুন্না। এসময় চকেউবি’র বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য শেষে খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: