চকরিয়ায় রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা সস্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১৮জুন) সকাল ১০টায় ভাঙ্গারমূখ মধ্যম দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ রাইহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সেক্রেটারিট ডিভিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ বেলাল উদ্দিন, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকি, সাপ্লাই সেইন কেন পার্ক রিজেন্সি বাংলাদেশ সহকারী ব্যবস্থপক মোহাম্মদ সাজ্জাত জুয়েল, চট্টগ্রাম জেলা দায়রা জজ আদলতের সহযোগী সরকারি আইনজীবী আহমেদ মিরাজ, সোনালী ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোছাইন ফয়সাল, সোশ্যাল ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার ছৈয়দ মুহাম্মদ রাসেল, মায়ের ছোঁয়া কন্স্ট্রাকশনের সিইও মুহাম্মদ রেজাউল করীম, চকরিয়া নূরানী কাফেলার সেক্রেটারি মু. এহেছানুল হক, স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ শাওন কবির হ্যাভেন, রাইজিং স্টার ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ সোহেল রানা পারভেজ।

এসময় দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও জনপ্রিয় ফেসবুক অনলাইন সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, ক্রাইম রিপোর্টার মুহাম্মদ আব্দুল হামিদ, দৈনিক বিকাল বার্তা চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ আরফাতুল ইসলাম সানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিসহ গুণিজনদের হাতে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব ও কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ বশির আহমদ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: