নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার খুটাখালীতে চার জামায়াত নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা দেলোয়ার হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ওমর হামজা, মাওলানা ছৈয়দ করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাহাবউদ্দিন আরমান। আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাদের জন্য উত্তম প্রতিদান চেয়ে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি খুটাখালী জামায়াতের নেতা মাওলানা নুরুচ্ছফা, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন মেম্বার, একই ওয়ার্ডের সাবেক সেক্রেটারি ছৈয়দুল হক ও ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাস্টার রমজান আলীর মৃত্যুতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
0 comments: