নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় দাখিল পরীক্ষা-২০২৪ এর ফলাফলে ৬টি জিপিএ-৫সহ অভাবনীয় সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা।
গত রোববার (১২ মে) দাখিল পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়। এতে এ মাদরাসা থেকে অংশগ্রহণকারী ৫৫জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫সহ বিভিন্ন গ্রেডে ৫০জন পরীক্ষার্থী কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়। যার পাশের হার ৯১%।
মাদরাসা সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী আফিফা হক ১২৮৮ নাম্বার পেয়ে মাদরাসা বোর্ড এবং জিপিএ-৫প্রাপ্ত ফসিহুল হক সাবিত চট্টগ্রাম বিভাগে সেরা কৃতী শিক্ষার্থীর তালিকায় রয়েছে।
এদিকে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছন প্রতিষ্ঠানের অভাবনীয় সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, সকল শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুন্দর ফলাফল উপহার দিয়েছে। এ জন্য মাদরাসার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তিনি দ্বীনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।
0 comments: