নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের আয়োজনে সংবর্ধিত হয়েছে চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরেশ রুদ্র। এতে বিদ্যালয় সভাপতির পক্ষ থেকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি নরেশ রুদ্রের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
রোববার (৫ মে) বিদ্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
সহকারী শিক্ষক মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, পরিচালনা কমিটির সদস্য ফোরকানুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছলিম উল্লাহ, খোরশেদ আলম, হোসাইন মুহাম্মদ কাউছার, শিক্ষিকা নারগিস আক্তার, সহকারী শিক্ষক তাজুল ইসলাম ও প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
এসময় পরিচালনা কমিটির সদস্য শেখ মো. আবদুলল্লাহসহ বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নরেশ রুদ্রের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করে এ ধরনের আয়োজন আরো বড় ও বর্ণাঢ্য পরিসরে করার মতামত প্রকাশ করেন।
0 comments: