নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া পৌরশহরের পবিত্র হজ্ব ও উমরাহ যাত্রী এবং প্রবাসী সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৭ এপ্রিল) বিকাল ৫টায় হজ্ব কাফেলার নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
চকরিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও চকরিয়া হজ্ব কাফেলার পরিচালক ছৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন টিটু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম.আর বিশ্ব সংযোগের পরিচালক চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশন প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জাফর আলম, সহ-সেক্রেটারি হাফেজ ওমার ফারুক, মা ট্রাভেলসের পরিচালক মিজানুর রহমান, আফিফা ট্রাভেলসের পরিচালক আব্দুল খালেক, আল-মনোয়ারা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ, বাংলাদেশ ট্রাভেলসের পরিচালক মিজবাহ উদ্দিন, শাহ আবরার হজ্ব কাফেলার পরিচালক শহিদুল ইসলাম, নুসাইফা ট্রাভেলসের পরিচালক শহিদুল ইসলাম ছোটন, নাছির ট্রাভেলের পরিচালক মক্কী নাছির উদ্দীন, এয়ার ইন্টারন্যাশনালের পরিচালক হাবিবুর রহমান, চকরিয়া প্রবাসী ট্রাভেসের পরিচালক সাইফুল ইসলাম শাওন, চকরিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শোয়াইবুল ইসলাম, ওসমান গণি, সোহেল প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ নুরখান উদ্দিন।
0 comments: