নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলাধীন বদরখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
তিনি বলেন, কুরআনের আলোকে নিজেকে মুত্তাকি হিসেবে তৈরি করার মাস হচ্ছে মাহে রমজান। কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ব্যক্তি জীবনে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে । এ জন্য প্রয়োজন সিয়াম সাধনার মাস রমজানে কুরআনকে সঠিকভাবে জানা, বুঝা ও মানা।
এতে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম।এসময় জামায়াত ইসলামী ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: