চকরিয়ায় মোহনা শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

মোহনা শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পন উপলক্ষে সাবেক ও বর্তমান শিল্পী, উপদেষ্টা, শুভাকাঙ্খি এবং সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল  শুক্রবার (৫এপ্রিল) চকরিয়া পৌরশহরের ধানসিঁড়ি কনভেনশন হলে সম্পন্ন হয়েছে। 

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবদুল মজিদের সার্বিক ব্যবস্থাপনায় মাহে রমযানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন রাজাখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন ফারুখ ও চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন হেলালী।  

মোহনার পরিচালক শিল্পী শাহিন চৌধুরী আসাদের সভাপতিত্বে ও শিল্পী জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা শিল্পী গোষ্ঠীর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল কবির, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি এম. জাহেদ চৌধুরী, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজবাউল হক, মোহনার প্রধান উপদেষ্টা মোজাম্মেল হকের প্রতিনিধি আবুল কাসেম, চট্টগ্রাম অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ সোহাগ, ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা আবুল হাসেম, দৈনিক জনতার প্রতিনিধি আবদুল মতিন চৌধুরী, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এম. জিয়াবুল হক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনসুর মহসিন, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি জহিরুল আলম সাগর, দৈনিক সকালের কক্সবাজারের প্রতিনিধি জামাল হোসাইন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেল ও মোহনার সাবেক অভিনেতা আকতার কামাল মিরাজ।  

এসময় ব্যবসায়ী নেতা আবদুর রশিদ, শিল্পী হুমায়ুন কবির পারভেজ, শিল্পী দিদারুল ইসলাম ইমন চৌধুরী, শিল্পী সাইফুল ইসলাম, অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক রাজন সরকার, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি রুহুল কাদের, দৈনিক কক্সবাজার বাণী প্রতিনিধি নুরুল আমিন টিপু, নতুন বাংলাদেশের প্রতিনিধি বেলাল উদ্দিন, সংবাদকর্মী রুবেল খান, আহবান শিল্পীগোষ্ঠী কক্সবাজারের পরিচালক শাহেদুল ইসলাম সাকিব, শেফায়ত হোসেন, দস্তগীর রহমান, জাহেদুল ইসলাম, মনোয়ার আলম, আবু তৈয়ব আজাদ, সাদ্দাম হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে যেভাবে অপসংস্কৃতি ছেয়ে গেছে তা থেকে মুক্ত হতে ইসলামি ভাবধারার সাংস্কৃতিক কার্যক্রম আরো প্রসারিত করতে হবে। সুষ্ঠু সংস্কৃতির বিকাশে মোহনা শিল্পী গোষ্ঠী বিগত ২০ বছর ধরে যে অবদান রেখে আসছে, তা সত্যিই বিরল। এধরণের সাংস্কৃতিক কার্যক্রমে সকলকে আরো বেশি সহযোগিতার হাত বাড়াতে হবে। বক্তারা মোহনার সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে মোহনার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোজাম্মেল হকের পক্ষে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: