ইউসুফ বিন হোসাইন (চকরিয়া টাইমস):
সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় সাহারবিল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ওয়াটসন কমিটির সভাপতি নবী হোছাইন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি মো: এরফান উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ- সহকারী প্রকৌশলী মো: আল আমিন বিশ্বাস, ভার্ক প্রজেক্ট ম্যানেজার পুলক চন্দ, ইআইএমএস টিম লিডার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে কমিটির লিডারবৃন্দ (সিবিও), ইউনিয়ন ওয়াটসন কমিটি ও ওয়ার্ড ওয়াটসন কমিটির সভাপতিবৃন্দ ও সদস্যগণ, শিক্ষক,ঈমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
তিন তারকা এপ্রোচের আওতায় শিক্ষকবৃন্দ এবং কেটস প্রোগ্রাম এর আওতাধীন কমিউনিটি প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত বক্তাগন ও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্রকল্পের কার্যক্রমে ভূয়সী প্রশংসা ও সন্তুষ্ট প্রকাশ করেন। উল্লিখিত ওয়ার্ড সমূহকে ওয়ার্ড ওডিএফ সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার,মনিটরিং (ভার্ক) মোঃ ইব্রাহিম খলিল
উল্লেখ্য, সহারবিল ইউনিয়ন ওয়াটসন কমিটি ও ওয়ার্ড ওয়াটসন কমিটির যৌথ উদ্যাগে ১,৩,৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মোট ২০টি কমিউনিটির সর্বমোট ১৮৯৯টি খানার ১৬৩৪টি ল্যাট্রিন স্বাস্থ্যসন্মততে রুপান্তরিত হয়েছে। এই ইউনিয়নে কেউ খোলা জায়গায় পায়খানা করেন না এবং মায়েদের মধ্যে শিশুদের মল মুত্র খোলা জায়গায় না ফেলার সচেতনতা তৈরি হয়েছে। সকলে নিরাপদ পানি পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করেন।
0 comments: