নিজস্ব প্রতিবেদক :
ডুলাহাজারা ইউনিয়নের সর্বস্তরের প্রবাসীদের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ সেশনে এক বছরের জন্য নতুন পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২২এপ্রিল) ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হায়দার মোস্তফা লাভলু ও প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম খোকা’র যৌথ সাক্ষরিত সাংগঠনিক প্যাডে ৭সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি ঘোষণা করা হয়।
এতে মোহাম্মদ শাহজাহানকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অন্যান্য পদে মনোনীত কর্মকর্তারা হলেন; সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমাস, সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ, অর্থ সম্পাদক শেখ আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম।
উল্লেখ্য, ডুলাহাজারার প্রবাসীদের সমন্বয়ে মানব কল্যাণমূলক সংগঠনটি তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম খোকা’র হাত ধরে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সংগঠন এলাকার হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দক্ষ উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতির নির্দেশনায় সকল সদস্যদের ঐক্যবদ্ধ সহযোগিতায় ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনটি সমাজে অবহেলিত জনগোষ্ঠির পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
0 comments: