শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩১ তথা পহেলা বৈশাখ। রোববার (১৪ এপ্রিল) এ উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফান উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একাধিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
0 comments: