নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে একাধিক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪।
বুধবার (১৭এপ্রিল) কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্র্মকর্তাদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
পরে উপজেলার মোহনা মিলনায়তনে এ উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মকছুদুল হক ছুট্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: