ইউসুফ বিন হোছাইন (স্টাফ রিপোর্টার) :
চকরিয়ায় দাদা ভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় চিরিংগা ইউনিয়ন পরিষদ মাঠে সম্পন্ন হয়েছে। এতে হাসপাতালপাড়া আবদুল্লাহ ক্রিকেট একাডেমিকে হারিয়ে বুড়িপুকুর সিকান ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। তিনি বলেন, শিক্ষা-দীক্ষার পাশাপাশি দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলাই একমাত্র মাধ্যম। এসময় এমন সুন্দর আয়োজনের জন্যে মহিউদ্দিন ভুট্টোকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাফর আলম।
খেলার আয়োজক তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মহিউদ্দিন ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, চিরিংগা ইউপি সচিব আতাউল গণি পারভেজ, তরুণ আইনজীবী এডভোকেট বাবলু মিয়া, আরটিভির স্টাফ রিপোর্টার মুহাম্মদ আশিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন ভুট্টো বলেন, অতীতের কালিমা মুছে কক্সবাজার জেলার আদর্শ ইউনিয়ন হবে চিরিংগা ইউনিয়ন। আদর্শ ইউনিয়ন গড়তে যুব সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এলাকার তরুণদের দীর্ঘ দিনের দাবি ‘মিনি ইনডোর স্টেডিয়াম’ বাস্তবায়নের কথা বলেন ভুট্টো। অনুষ্ঠানে এ দাবির সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী একমত পোষণ করে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ গত ২৩ মার্চ শুরু হয়। এ টুর্নামেন্টে উপজেলা-শহরের ৮টি দল অংশগ্রহণ করে।
0 comments: