নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান পৌরশহরের গ্রীণচিলি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী নাদিম।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি এম. নুরুল আমিন হেলালী, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ইলি।
এসময় সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলার কমিটির অর্থ সম্পাদক এইচ.এম রুহুল কাদের, সংবাদকর্মী এরফান চৌধুরী, আরফাতুর রহমান, রুবেল খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন টিপু।
অনুষ্ঠান থেকে দুইজন তরুণ উদ্যোক্তা শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দোহা ফুড লিঃ চকরিয়া শাখার স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলমের হাতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পী মো. মোরশেদুল ইসলাম।
0 comments: