হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদরাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ার বেতুবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭মার্চ) এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন, ছড়া, কবিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

মাদরাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জাফর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রভাষক মো. আশরাফুল এহেছান, সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন ও নুরুল কাদের দিবসটির তাৎপর্য ও ইতিহাস তুলে বক্তব্য রাখেন। 

এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: