নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার হারবাং ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাময়িক কষ্ট লাঘবে রিক্সা ও টমটম চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার দেড়শতাধিক শ্রমজীবী চালকের মাঝে তেল, ছোলা, চিনি, মুড়ি ও পিয়াজসহ এসব ইফতার সামগ্রী প্রদান করা হয়।
হারবাং ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান ছাত্রনেতা সাখাওয়াত হোসেন শিপনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারবাং ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মাওলানা শেখ আহমদ। এসময় শ্রমিক নেতা আনোয়ার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: