নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড হাসপাতালপাড়াস্থ অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া আন নূর মডেল দাখিল মাদরাসার প্রথম বার্ষিক সভা, তাফসীরুল কুরআন মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সোমবার (৪মার্চ) মাদরাসা মাঠে অধিবেশনভিত্তিক মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আকবর আহমদ সওদাগর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী।
মাদরাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এইচ.এম এহসানুল হক ও মাদরাসা সুপার মাওলানা মো. আবদুল হামিদ নূরীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা আবদুস সাত্তার (চুয়াডাঙ্গা), মাওলানা আজিজুল হক জিহাদী, উম্মাহাতুল মো’মেনিন মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন আনসারী, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী, মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাওলানা মনছুর আলম, মাওলানা আবদুল্লাহ নূরী, হাফেজ শোয়াইবুল ইসলাম জিহাদী, মাওলানা বেলাল উদ্দিন কাশেমী, মাওলানা আব্দুর রহিম জিহাদী, মাওলানা হাফেজ তারেকুল ইসলাম, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা হাবিব উল্লাহ ও মাওলানা জিয়াউর রহমান।
এতে অতিথি ছিলেন চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হক সওদাগর, আজাদ লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. হেলাল উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাপনী অধিবেশনে অতিথিরা মাদরাসায় শ্রেণি পাঠদান ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ওপর কৃতিত্বের সাক্ষর রাখা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
0 comments: