নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া প্রতিনিধি: চকরিয়ার উত্তর বরইতলী ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল বুধবার (১৩ মার্চ) স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক সাবেক এমইউপি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আমির হামজা, মাওলানা আবদুল কাদের জিহাদী, মাওলানা আবুল ফজল, মাওলানা এনামুল হক, মাওলানা আতাউর রহমান প্রমুখ।
বিশাল মাহফিলে বক্তারা- আল্লাহর নির্দেশিত ও রাসুল (সাঃ) প্রদর্শিত পথে জীবন পরিচালনার মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহকে আকড়ে ধরার আহবান জানান।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি রোকন উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাবিদ হোসেন নকীব, সামির ও আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় দিনব্যপি মাহফিলে অতিথি ছিলেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আবুল বাশার, মাওলানা নুরুজ্জামান মনজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো মাহফিল সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাছির উদ্দিন।
0 comments: