নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরশহরের প্রযুক্তি নির্ভর অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসা চকরিয়ার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ মার্চ) মাদরাসা সুপার মাওলানা আবুল মাসরুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. আজিজুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদস্য মো. সায়েম, রিদুয়ানুল কাদের, ওমর ফারুক, মোরশেদুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য লোকজনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে কুরআন হেফজ সমাপ্তকারী প্রথম হাফেজকে দস্তারবন্দী করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রশিদ আহমদ। অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে রকমারি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
0 comments: