চকরিয়া আমজাদিয়া মাদরাসার জমি জবর দখলের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশন সংলগ্ন চকরিয়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার মালিকানাধীন জমি বালু ভরাট করে জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। 

স্থানীয় মৃত নুরুল বশরের পুত্র সাবেক মেম্বার ওয়াসিম ও মৃত নুরুল আবসারের পুত্র নুরুল আজিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এসব জবর দখল চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের সড়ক লাগোয়া জমি জবর দখল ও সড়কের বিপুল পরিমাণ মূল্যবান গাছ কেটে লুট করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মোঃ এনামুল হক জানান, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার নামে বিএস খতিয়ান নং ১২, বিএস দাগ নং ২৩৪৮ ও ২৩৫০ মূলে ৫৪শতক জমি রয়েছে। বালু ফেলে জবরদখলকালে মাদরাসা কর্তৃপক্ষ বারবার বাধা দিচ্ছেন। কিন্তু জবর দখলকারীরা প্রভাবশালী হওয়ায় কোন বাধা মানছেনা। মাদরাসার জমি ছেড়ে দিতে বলায় বর্তমানে তাকে নানাভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে বলো জানান। সব বিষয়ে মাদরাসার পক্ষ থেকে তারা আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের চকরিয়াস্থ উপবিভাগীয় কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম জানান, সরকারি জমি জবর দখল ও সরকারি গাছ কর্তনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে মামলা প্রদানসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: