নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মাদরাসা সুপার ও সদস্য সচিব মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুজিবুল হক মুজিব।
মাস্টার মো. রেজাউল করিম ও ইবি প্রধান মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ইফতেখার উদ্দিন হানিফ, মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ মুছা ও ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল।
এসময় মাদরাসা শিক্ষক মাওলানা মো. কুতুব উদ্দিন হেলালী, মাওলানা মো. আবদুর রহমান হেলালী, মাস্টার প্রদীপ কুমার বিশ্বাস, শিক্ষিকা জিনিয়া আফরিন, শিক্ষিকা সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে ৪১জন দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রি, ৩৩জন কৃতি শিক্ষার্থীদের হাতে ঘড়িসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এছাড়াও ৫০০জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে মাদরাসার ইউনিফর্ম পাঞ্জাবি ও নেকাবের কাপড় বিতরণ করা হয়।
0 comments: