নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুণিয়া দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাঈনুল হোছাইন চৌধুরী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মো. আমির হোসেন ও স্থানীয় এমইউপি তৌহিদুল ইসলাম তুহিন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেন।
0 comments: