নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মগবাজার হিলফুল ফুযুল তরুণ কাফেলার উদ্যোগে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল শেখ রাসেল স্কুল সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বেলাল উদ্দিন বেলালের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হোসাইনী, মাওলানা শওকত ওসমান কাসেমী, মাওলানা জাফর আলম হামিদী, মাওলানা মোশারফ হোসেন আল আজাদ প্রমুখ।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, চকরিয়া পৌর প্রকৌশল শাখার কর্মকর্তা মো. আবদুল হামিদ, মাস্টার ফজলুল কাদের, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা মুছা ইবনে হোসাইন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: