নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার বদরখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোছাইন (৫৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে নিজবাড়িতে স্ট্রোক করেন।
পরে পরিবারের লোকজন বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে; সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বদরখালী ৩নং ব্লক বাজারপাড়া নিবাসী মরহুম কবির আহমদ প্রকাশ কবির কেরানী বরো ছেলে মাওলানা শাহাদাত হোছাইন কর্মময় জীবনে বদরখালী ইসলামিয়া মহিউচ্ছুন্নাহ মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যোহরের নামাযে পর বদরখালী স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে বদরখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোছাইনের ইন্তিকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: