নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ছাত্রশিবিরের ৭৩তম শহীদ চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামের বাসিন্দা শহীদ খাইরুল ইসলামের ২৯তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা ছাত্রশিবির কুরআনখানি, আলোচনা সভা, কবর যিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া মাহফিল আয়োজন করে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মুসা ইবনে হোসাইন বিপ্লবের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মীর মু. আবু তালহা ও চকরিয়া শহর সভাপতি ইসমাইল মুনিরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যাপক মু. শওকত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আবু নঈম, শহীদ খাইরুলের গর্বিত ছোটভাই ডা. সরওয়ার কামাল। পরে শহীদের রুহের মাগফিরাত এবং পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র চকরিয়া পৌরসভার ফুলতলার বাসিন্দা শহীদ খাইরুল ইসলাম সংগঠনের সাথী ছিলেন। ১৯৯৫সালের ২২ ফেব্রুয়ারি একুশে রমাযান ঈদের কেনাকাটা করাকালে চট্টগ্রাম মিমি সুপার মার্কেট থেকে তুলে নিয়ে ব্যাটারি গলি এলাকায় গুরুতর আহত করা হয় এবং সেখানেই দুস্কৃতিকারীদের গুলীতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
0 comments: