নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হয়েছে একই বিদ্যালয়ের ছাত্র চকরিয়ার ছেলে প্রতিভাবান ক্রিকেটার সাঈদ হোসেন জয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়ার মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগি সদস্য জামাল উদ্দিন জয়নাল, চিরিঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন (বি.এ), বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফোরকানুল ইসলাম, এ.কে.এম শাহাব উদ্দিন (বি.এ), আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ মো. আবদুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. হানিফ, নারী কাউন্সিলর ফারহানা ইয়াসমিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের কৃতী ছাত্র সাঈদ হোসেন জয় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের বড় ছেলে। ক্রিকেটার জয় সম্প্রতি ঢাকা লীগে টিম চ্যাপিয়নসহ গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ অব দ্যা সিরিজ নির্বাচিত হওয়ার মাধ্যমে চকরিয়ার সম্মান বয়ে আনায় তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান, নরেশ রুদ্র টিটু ও ইমরানুল ইসলাম।
0 comments: