নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার হাজিয়ান আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু হুরাইরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফয়েজ মো. রিপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব। এতে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউপি'র সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন। উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক মাওলানা আফম ইকবাল হাসান, দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার এম. জাহেদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. ইবরাহিম খলিল, অভিভাবক মাস্টার আজম খান ও ডা: নুরুল আমিন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র আনিক তাহসিন তুহিন। ইসলামী সংগীত পরিবেশন করেন নবম শ্রেণির ছাত্র ইফতেখার মোঃ আকিব ও দেশের গান পরিবেশন করেন নবম শ্রেণির ছাত্রী সানিয়া তাসনিম পায়েল। ইংরেজি বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী ফাতেমা সুলতানা তারজিন ও পঞ্চম শ্রেণির ছাত্র শাহরিয়ার মোঃ আদিয়ান।
এসময় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: