নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মনোনীত হয়েছেন চকরিয়া পৌরশহরের যানজট নিরসনে নিরলস ভূমিকা পালন করায় চৌকস পুলিশ অফিসার ট্রাফিক সার্জেন্ট নাসির উদ্দিন সরকার।
ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তার হাতে বিশেষ সম্মাননার স্মারক তুলে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
রোববার (১২ ফেব্রুয়ারি) জেলায় অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে জানুয়ারি মাসের ট্রাফিক ব্যবস্থাপনায় যথাযথ দায়িত্ব পালন করায় নাসির উদ্দিন সরকারকে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে মনোনীত করে পুরস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 comments: