নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাছনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত রোববার (২৮ জানুয়ারি) চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় ক্রীড়া আহবায়ক মাস্টার ফজলে এলাহী বুলু, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী এবং সাংস্কৃতিক আহবায়ক সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসানের সার্বিক তত্ত্বাবধানে সপ্তাহব্যাপি বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।
0 comments: