নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন হেলালী।
এসময় খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
0 comments: