নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পূর্ব বড়ভেওলা কাশেম আলী মিয়াজী সিকদারপাড়াস্থ বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার ৩য় বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর বাদশা নাগু।
মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ রিয়াজ উদ্দিন ও প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে সভায় আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা আবদুর রহমান, মাওলানা নুরুল কাদের, মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরী ও মাওলানা আবদুল মালেক জিহাদী।
মাহফিলে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথি নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে মাদরাসার সামগ্রিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় স্থানীয় এমইউপি কফিল উদ্দিন, সাবেক এমইউপি মো. আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: