নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয় ২০২৪সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাহেদুল ইসলাম সাহেদের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণি ছাত্র মুহাম্মদ রবিউল হাসান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ হাফিজুল হক হাফিজ ও মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন হেলালী। তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে বার্ষিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বেশ’কজন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম চকরিয়া সংবাদদাতা শাহজালাল শাহেদ, স্থানীয় এমইউপি মুহাম্মদ মহিউদ্দিন মহি, সংরক্ষিত ওয়ার্ডের নারী এমইউপি মোছাম্মৎ মুর্শিদা বেগম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শামসু উদ্দিন শামসু, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাফর আলম বহদ্দার, হাঁসেরদিঘী বাজার সমিতি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শিল্পী মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় দৈনিক বিজয় বাংলাদেশ চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ আরফাতুল ইসলাম আরফাত, দৈনিক কক্সবাজার ৭১ এর চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ রিদুয়ানুল হক রিদুয়ান, সহকারী শিক্ষক মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ মামুনুর রশিদ মামুন, সিনিয়র শিক্ষিকা মোছাম্মৎ সেলিনা বেগম, মোছাম্মৎ তাসলিমা জান্নাত, তাওরিফা সুলতানা সুমি, মোছাম্মৎ পারভিন আক্তার, মোছাম্মৎ ইফা মণি, শিক্ষক মুহাম্মদ রাজিবুল হক রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাহেদুল ইসলাম সাহেদ।
উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে ২০২৪সালে এস.এস.সি পরীক্ষার্থীরা হলেন- মোছাম্মৎ তানজিলা আক্তার, মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস, মোছাম্মৎ জোসনা আক্তার, মোছাম্মৎ নাছরিন সোলতানা (তাওহিদা), মোছাম্মৎ মহিন সোলতানা রিপা, মোছাম্মৎ আফসানা জান্নাত নিশিতা, মুহাম্মদ তাফসীরুল ইসলাম মানিক, মুহাম্মদ এনায়েত হোসেন, মুহাম্মদ মিশকাতুর রহমান মিছবাহ, মুহাম্মদ সামি হাসান, মুহাম্মদ আরিফুল ইসলাম খোকা ও মুহাম্মদ মিজবাহ উদ্দিন।
0 comments: