নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোরশেদ আলমের সুযোগ্য কন্যা ঋধিতা ফাইরুজ মেডিকেলে চান্স পাওয়ায় তথা এমবিবিএস ভর্তি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৯ ফেব্রুয়ারি) প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকদের নিয়ে ঋধিতা ফাইরুজকে বিদ্যালয়ের পক্ষ থেকে এ অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছলিম উল্লাহ, মেডিকেল ছাত্রী ঋধিতার গর্বিত পিতা সিনিয়র শিক্ষক খোরশেদ আলম, সিনিয়র শিক্ষক শেখ শাহজাহান, আতিকুর রহমান, হোসাইন মুহাম্মদ কাউসারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয় কর্তৃপক্ষ সহকর্মী শিক্ষকের কন্যা মেডিকেল শিক্ষার্থী ঋধিতা ফাইরুজের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
0 comments: